প্রধানমন্ত্রী বলছেন, "নগদহীনতার পথে যাও।" নগদ টাকার ৮৬ শতাংশকে ধ্বংস করে এবং ছোট অর্থের নোট ছাপার বদলে ২০০০ টাকার নোট ছেপে সরকার অর্থনীতি এবং জনগণকে জোরজবরদস্তি নগদহীনতার পথে নিয়ে যাচ্ছে, দরিদ্র, রাস্তার বিক্রেতা ও ছোট দোকানদার, নাগরিকদের ওপর এই জোরজবরদস্তি নগদহীন করে তোলার প্রতিক্রিয়াটা কি রকম হচ্ছে?
ভারতের গ্রামাঞ্চলে অধিকাংশ স্থানে বিদ্যুৎ নেই, ইন্টারনেট থাকার কথা তো ওঠেই না। ভারতের দরিদ্ররা কিভাবে নগদহীন হয়ে উঠতে পারে? কাশ্মীরে ও মণিপুরে প্রায়শই নিরাপত্তার নামে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বর্ণবাদী বা সাম্প্রদায়িক হিংসা বন্ধের নামে বেঙ্গালুরুর মতো শহরেও তা করা হয়েছে। এই ধরনের পরিস্থিতিতে নগদ টাকা ছাড়া মানুষ বাঁচবে কি করে?