নোট বাতিল সম্পর্কে প্রথমদিকে লোকে বলেছিল, "উদ্দেশ্য ভালো, কিন্তু তার প্রয়োগ হচ্ছে বাজে ভাবে।" কিন্তু বাস্তব ঘটনাসমূহ নোট বাতিলের পিছনে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য নিয়েই আমাদের প্রশ্ন তুলতে বাধ্য করছে। নোট বাতিলের পদক্ষেপ কি নিছকই নিজেকে শক্তিমান মনে করা মোদীর এক নিষ্ঠুর খামখেয়াল, যাতে মোদী নিজের ক্ষমতাকে তুঘলক ও হিটলারের ক্ষমতার যোগফল হিসাবে মনে করতে পারেন?