প্রধানমন্ত্রী বলেছেন, নোট বাতিল হল 'কড়া চায়ের' মতো যেটা দরিদ্ররা উপভোগ করেন আর ধনীদের কাছে তেতো লাগে। তিনি দরিদ্রদের বলতে থাকেন, তাদের যন্ত্রণাটা সহ্য করতে হবে, কেননা ধনী ও দুর্নীতিগ্রস্তদের আরও বেশি কষ্ট স্বীকার করতে হচ্ছে। কালো টাকা মজুত করার জন্য ধনীরা শাস্তি পাবে, তাছাড়া ৩০ ডিসেম্বরের পর তাদের অবৈধ নগদ টাকা জঞ্জালে পরিণত হবে।
উমা ভারতী এমনকি এই দাবিও করেছেন যে, বিমুদ্রাকরণের পদক্ষেপ এতটাই দরিদ্রমুখী যে তা মার্কসবাদ সম্মত বলেও গণ্য হতে পারে। উমা ভারতী আদতে স্বীকার করছেন যে, মার্কসবাদ আসলে দরিদ্রমুখী, যদিও বিজেপি তাকে 'দেশবিরোধী' বলে দাবি করে থাকে।