ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মার্কসিস্ট স্টাডিজ মার্কসবাদী বিশ্ববীক্ষার সঙ্গে নতুন পাঠকদের পরিচয় করিয়ে দিতে একগুচ্ছ চিরায়ত মার্কসবাদী সাহিত্যের পুনর্মুদ্রণের পরিকল্পনা করেছে। কমিউনিস্ট ইস্তাহার এই উদ্যোগের প্রথম প্রকাশনা।
এই সংস্করণে আমরা মার্কস ও এঙ্গেলসের যৌথভাবে লেখা এবং এঙ্গেলসের এককভাবে লেখা ভূমিকা সহ মূল রচনাটির সঙ্গে বিনোদ মিশ্রর লেখা একটি কথামুখ এবং অরিন্দম সেনের লেখা একটি মুখবন্ধও যুক্ত করেছি। ১৯৯৮-এর নভেম্বরে সমকালীন প্রকাশন কমিউনিস্ট ইস্তাহার-এর যে হিন্দি সংস্করণ প্রকাশ করেছিল তার জন্য বিনোদ মিশ্র ঐ কথামুখটি লিখেছিলেন।
উপরে যে লক্ষ্যের কথা উল্লিখিত হয়েছে তারই অনুসরণে পুস্তিকাটির ইংরাজি সংস্করণের এই বাংলা অনুবাদ প্রকাশ করা হল। এই প্রয়াসে আপনাদের মতামত ও পরামর্শ আমাদের কাছে যথেষ্ট মূল্যবান বলে গণ্য হবে।