পুস্তিকাটির প্রথম যে সংস্করণ ২০০৩-এর অক্টোবরে প্রকাশিত হয়েছিল, এটি তার দ্বিতীয় বর্ধিত সংস্করণ। মার্কসবাদের সব শিক্ষার্থীর মনেই একটা প্রশ্ন জাগে : শুরু করব কোথা থেকে। এ প্রশ্নে কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছে এই পুস্তিকা। এটি এক প্রথম পাঠ মাত্র, বলা যেতে পারে পাঠকের নিজস্ব অধ্যয়নের সহায়িকা। এই উদ্দেশ্য মাথায় রেখে সংক্ষিপ্ত এক গ্রন্থসূচী বই-এর শেষে দেওয়া হয়েছে। মূল লেখায় আলোচিত হয়নি এমন কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সংযোজনী (আরও কিছু কথা) হিসাবে দেওয়া হয়েছে।
সকলের কাছ থেকেই পরামর্শ ও সমালোচনা আহ্বান করা হচ্ছে।